বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বাদশাকে সমর্থন সাবেক চেয়ারম্যান চুন্নুর বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বাদশাকে সমর্থন সাবেক চেয়ারম্যান চুন্নুর - ajkerparibartan.com
বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী বাদশাকে সমর্থন সাবেক চেয়ারম্যান চুন্নুর

4:41 pm , May 2, 2024

পলাশ হাওলাদার, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিশ্বাস মুতিউর রহমান বাদশাকে সমর্থন দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম চুন্নু। বৃহস্পতিবার বিকেলে চরামদ্দি গ্রামে গিয়ে তার সাথে সাক্ষাত করার পর সমর্থন দেন তিনি।
এ সময় শামসুল আলম চুন্নু বলেন, বিশ্বাস মুতিউর রহমান বাদশা একজন রাজনীতিবিদ। আজকের এ পর্যায়ে সে হঠাৎ করেই আসেনি। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলো। বাকেরগঞ্জের আনাচে-কানাচের যেখানে যে উন্নয়ন প্রয়োজন চেয়ারম্যান প্রার্থী বাদশা সব জানেন। একমাত্র তার পক্ষেই এ উন্নয়ন করা সম্ভব। যা অন্যকোন প্রার্থীর পক্ষে সম্ভব নয়।
একজন রাজনীতিবিদ হিসেবে বাদশা ভবিষ্যতে বাকেরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শ্রদ্ধা-সম্মান ফিরিয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সদ্য সাবেক উপজেলার চেয়ারম্যান।
তার সমর্থনকে বড় পাওয়া হিসেবে অভিহিত করে চেয়ারম্যান প্রার্থী বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, গত ১৫ বছরের উপজেলা চেয়ারম্যান ও দুইবারের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন শামসুল আলম চুন্নু। ব্যক্তিগত কারিশমায় তিনি এ অর্জন করেছেন। বাকেরগঞ্জের রাজনীতির একটি দুষ্ট চক্র রয়েছে। এই দুষ্ট চক্রের কারনে যে সমস্যা হয়েছে। সেই সময়ে তিনি যে ভুমিকা নিয়েছেন, তা বাকেরগঞ্জের রাজনীতিতে স্মরনীয় হয়ে থাকবে। তার ভুমিকা জনগনের পক্ষে, আওয়ামী লীগের নেতাকর্মীর পক্ষে ও বাকেরগঞ্জের মানুষের পক্ষে। তার কাছে সব ধরনের পরামর্শ চেয়ে বিশ্বাস মুতিউর রহমান বাদশা, তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী উড়োজাহাত প্রতীকের আব্দুস সালাম মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথী কলস প্রতীকের জাহানারা মাহবুব, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT