4:40 pm , May 2, 2024

গৌরনদী ও আগৈলঝাড়ায় ২৩ প্রার্থীর মনোনয়ন জমা
নিজস্ব প্রতিবেদক ॥ তৃতীয় দফায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নির্বাচনে তিন পদে ২৩ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে। বৃহস্পতিবার শেষ দিনে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানিয়েছেন বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী। তিনি জানান, আগামী ২৯ মে তৃতীয় দফার দুই উপজেলার ভোট হবে। বৃহস্পতিবার শেষ দিনে দুই উপজেলায় ২৩ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে আগৈলঝাড়ায় ১৩ ও গৌরনদীতে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। আগামী ৫ মে মনোনয়ন ফরম বাছাই ও প্রত্যাহারের শেষ দিন ১২ মে। আগামী ১৩ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী জানান, আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত ও সাবেক ইউপি চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার, মো. জসীম উদ্দিন সরদার, ফরহাদ তালুকদার, সবুজ আকন, সাহাবুদ্দিন মোল্লা ও সঞ্জয় বাড়ৈ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মলিনা রানী রায়, হাফিজা ইয়াসমিন, পবিত্র রানী রায়, মনিকা সরকার ও রিপা বেগম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, তার ভাই হারিছুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জামাল হোসেন গোমস্তা ও কাজী মোস্তাফিজুর রহমান রনি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. সাহিদা আক্তার, শ্রিপ্রা রানি ও আইরিন আক্তার মনোনয়ন পত্র জমা দেন।
গৌরনদীতে মনোনয়ন ফরম জমা দেয়া তিন প্রার্থীর গনসংযোগ
গৌরনদী উপজেলায় মনোনয়ন ফরম জমা দেয়া তিন প্রার্থী এক সাথে গনসংযোগ করেছেন। বৃহস্পতিবার দিনভর তিন প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, হাবিবুর রহমান ও মনির হোসেন মিয়া এক সাথে গনসংযোগ করেন। তিন প্রার্থী দিনভর উপজেলার বাটাজোর ও মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ করেন। প্রচারনাকালে তিন প্রার্থী গৌরনদীকে একটি দানবমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমানকে ঠেকাতে তারা এক সাথে নেমেছেন। তাঁরা প্রত্যেকেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।
এ বিষয়ে গৌরনদী উপজেলার বর্তমান মনিরুন নাহার মেরী বলেন, আমরা গৌরনদীকে সন্ত্রাসমুক্ত হিসেবে দেখতে চাই। তাই আমরা তিন প্রার্থী এক হয়েছি। আমরা বসে সিদ্বান্ত নিয়ে একজন প্রতিদ্বন্দ্বিতা করবো।
ঘোষনা দিয়েও মনোনয়ন ফরম জমা দেননি আশিক আব্দুল্লাহ
গত রমজানে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছোট ছেলে আশিক আব্দুল্লাহর নাম ঘোষনা করা হয়। কিন্তু বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ মনোনয়ন ফরম জমা দেননি। এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আমি তখন বলেছিলাম আশিক আব্দুল্লাহ নির্বাচন করলে আমি করবো না। প্রধানমন্ত্রীর দেয়া সিদ্বান্তের প্রতি সম্মান জানিয়ে আশিক আব্দুল্লাহ মনোনয়ন ফরম জমা দেয়নি। তাই তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।