ওবায়েদ উল্লাহ সাজুর ছোট ভাইয়ের ইন্তেকাল ওবায়েদ উল্লাহ সাজুর ছোট ভাইয়ের ইন্তেকাল - ajkerparibartan.com
ওবায়েদ উল্লাহ সাজুর ছোট ভাইয়ের ইন্তেকাল

4:39 pm , May 2, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বরিশাল সরকারি কৌশলী (পিপি) এবং সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজুর একমাত্র ছোট ভাই সৈয়দ লিটু গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি বরিশালের পেশকার বাড়ির স্থায়ী বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর সভাপতি মঈন উদ্দিন আহমেদ বাচ্চু এবং সাধারন সম্পাদক কাজী মিজানুর রহমান ফিরোজ শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য গতকাল এশাবাদ নামাজে জানাজা শেষে ঢাকা রায়ের বাজার গোরস্থানে দাফন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT