ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে বই প্রতীকের মাহাদ ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে বই প্রতীকের মাহাদ - ajkerparibartan.com
ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে বই প্রতীকের মাহাদ

4:37 pm , May 2, 2024

বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের বাকি মাত্র ৬ দিন। প্রচন্ড তাপদাহের মধ্যেও তাই প্রার্থী ও কর্মী-সমর্থকরা প্রচন্ড ব্যস্ত প্রচার প্রচারনায়। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতি আর সাবেকদের ভুল-ত্রুটি শুধরে নতুন আঙ্গিকে সদর উপজেলাকে ঢেলে সাজানোর আশ্বাসে চলছে এই প্রচারনা। বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে এই প্রচারনায় ভোটারদের আস্থার জায়গাটি প্রায় পুরোটাই দখলে নিয়েছেন বই প্রতীকের প্রার্থী মো. মাহিদুর রহমান (মাহাদ)। তারুণ্য দীপ্ত এই প্রার্থীর হয়ে কাজ করছে সদর উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ কর্মীরা। তাদের ভাষায় যোগ্যতার দিক দিয়ে মো. মাহিদুর রহমান মাহাদের সামনে নেই তার কোন প্রতিদ্বন্দ্বি। সুষ্ঠু-সুন্দর ভোটে মাহাদের সামনে কেউ টিকবেনা বলেও আশাবাদী তারা। একই ধরনের কথা বলেছেন সদর উপজেলার ১০ ইউনিয়নের সাধারন ভোটাররা। তাদের মতে সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান পদটি বেশ গুরুত্বপূর্ন একটি পদ। এখানে তারা এমন প্রতিনিধিত্ব বেছে নেবেন যার থাকবে জনগনের জন্য দিন-রাত এক করে কাজ করার মানসিকতা, থাকবে কাজ করার মত সব দিক দিয়ে মানানসই অবস্থান। সেই দিক বিবেচনায় যোগ্য প্রার্থী হিসেবে মাহাদের ধারে কাছেও নেই অন্য কোন প্রার্থী। অন্যদিকে ভোটারদের এমন আস্থাকেই নিজের বড় শক্তি বলে দাবি করেছে বই প্রতীকের প্রার্থী মো. মাহিদুর রহমান মাহাদ। জনগনের হয়ে কাজ করবেন যেকোন অবস্থানে থেকে এমনটাই প্রত্যাশা তার। বিস্তারিত আলাপে মাহিদুর রহমান বলেন, বিগত সময়ের ভাইস-চেয়ারম্যানদের কাছ থেকে সদর উপজেলার জনগন তেমন কিছুই পায়নি। ১০ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের জনগনতো দূরের কথা যারা উপজেলার সুবিধাজনক স্থানে ছিল তারাও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া একজন ভাইস-চেয়ারম্যানের কাছ থেকে ভোটারদের যে প্রত্যাশা ছিল তার ছিটে ফোটাও পূরণ হয়নি বিগত সময়ে। তাই জনগনের হয়ে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। জয় পরাজয় যাই হোক না কেন, জনগেনের পাশে থাকতে চান সব পরিস্থিতিতে। নির্বাচিত হলে উপজেলার বয়জ্যেষ্ঠদের পরামর্শ নিয়ে কাজ করতে চান। সরকার থেকে প্রাপ্ত সকল সুবিধা পৌঁছে দিতে চান সাধারন ভোটারদের দোরগোড়ায়। শেষ সময়ে বেশ জমজমাটভাবেই প্রচার প্রচারনা চলছে জানিয়ে মাহাদ বলেন, কোন ধরনের ঝামেলা নেই প্রচার প্রচারনায়। ভোটাররা তার প্রতি আস্থা রাখছে। তাই  সুন্দর পরিবেশে ভোটের মাধ্যমে বিপুল ভোটে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ভাইস-চেয়ারম্যান পদে মাহিদুর রহমান মাহাদের প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন, তালা প্রতীক নিয়ে মো. জসিম উদ্দিন, টিউবওয়েল প্রতীক নিয়ে মো. হাদিস মীর ও উড়োজাহাজ প্রতীক নিয়ে মোহাম্মদ শাহনেওয়াজ শাহীন। বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার ১লাখ ৯৫ হাজার ২১০ জন, এরমধ্যে ৩ জন হিজড়া ও ৯৫ হাজার ৯৭ জন নারী ও ১ লাখ ১১০ জন পুরুষ ভোটার রয়েছেন। ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT