4:10 pm , April 30, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বগুড়া রোড এলাকায় মঙ্গলবার বেলা পৌনে ১১ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘরের বাসিন্দা আলামিন হোসেন ও তার স্ত্রী ঘর তালাবদ্ধ করে সন্তান নিয়ে কোচিংয়ে গিয়েছিলেন। এ সময় স্থানীয়রা ঘর থেকে ধোঁয়ার কুন্ডলী দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে একটি ঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে কাজ চলছে।