4:10 pm , April 28, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে চালকের গলাকেটে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনিয়ে নেয়া চক্রের দুই নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনগত গভীর রাতে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে চালকের গলা কেটে রিক্সা ছিনিয়ে নেয়। রোববার দিনভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ছগির হোসেন জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা হলো- বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের মোল্লার হাওলা গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (৩০), তার স্ত্রী মোসাম্মত সাথী (২৩), নগরীর বাংলাবাজার বড় বাড়ির উজ্জল কাজীর ভাড়াটিয়া ও নলছিটির ছৈলাবুনিয়া গ্রামের মৃত সিরাজ হাওলাদারের কন্যা বিউটি বেগম (৪৩) এবং বান্দ রোড মাহবুব মটরসের মালিক মাহবুবুর রহমান (৪৫)।
ডিবি পুলিশের পরিদর্শক ছগির হোসেন জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে অটোরিক্সা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলো নগরীর রসুলপুর চর এলাকার বাসিন্দা হুমায়ন কবির। এ সময় হাসপাতালের ভেতর থেকে দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়ে বের হয় দম্পত্তি। নগরীর বাংলাবাজার এলাকায় ৪০ টাকা ভাড়ায় যাত্রী হয় তারা। হাসপাতালের প্রধান গেট থেকে বের হয়ে ক্যাম্পাসের আইএইচটি ইনষ্টিটিউশনের সামনে সুনশান নিরব ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় এসে রিক্সা চালক হুমায়নের গলায় শ্বাসনালীর উপর ছুরি চালিয়ে দেয়। এতে গুরুতর জখম হলে তার রিক্সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পথচারীরা রিক্সাচালককে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরিদর্শক ছগির আরো জানান, এ খবর পেয়ে রোববার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মাসুম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
ছিনতাই করা রিক্সা ক্রয়-বিক্রয় এবং হেফাজতে রাখার অভিযোগে বিউটি ও মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে ব্যাটারীচালিত অটো রিক্সা, ব্যাটারী ও দস্যুতার কাজে ব্যবহৃত চাকু।
পরিদর্শক জানান, এ ঘটনায় রিক্সা চালক হুমায়নের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেছে।
এ ঘটনায় মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলন করা হয়েছে। মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার ঘটনা ও অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন।##