3:54 pm , April 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে টানা ১০ দিন ধরে চলছে তীব্র তাপদাহ। দৈনিক তাপমাত্রা উঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রীর মধ্যে। এর মধ্যে ৩৯ ডিগ্রী ছুঁয়েছে তাপমাত্রা। যা বরিশালের ইতিহাসে গত এক যুগ আগের রেকর্ড ভেঙেছে। কারন ২০১২ সালের পর বরিশালে তাপমাত্রা ৩৯ ডিগ্রী স্পর্শ করেনি। অব্যাহত এই তাপদাহের কারনে বরিশালের জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। বলতে গেলে নগরীতে অঘোষিত কারফিউ চলছে। শনিবার বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২ মে’র আগে বরিশালে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এদিকে প্রচন্ড এই গরমের আজ রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের নির্দেশে বরিশালেও পাঠদান শুরু হবে। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল জানিয়েছেন সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত চলবে পাঠদান। শহরে ও গ্রামে একই নিয়ম। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য প্রত্যেক স্কুলে খবার স্যালাইনের ব্যবস্থা থাকবে। এছাড়া কেউ অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। শারীরিকভাবে অসুস্থ কোন শিক্ষার্থীকে তিনি স্কুলে না আসার পরামর্শ দিয়েছেন।
সারাদেশে গত ১ এপ্রিল থেকেই তাপদাহ শুরু হয়। মৃদু থেকে মাঝারি,মাঝারি থেকে তীব্র আকার ধারন করে তাপদাহ। দীর্ঘ এই তাপদাহের মধ্যে এক ফোটা বৃষ্টির দেখা মেলেনি নগরীসহ বরিশালে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাজাহার উদ্দিন বলেন, প্রতি বছরই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। চৈত্র, বৈশাখ মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রী পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটা মানুষসহ সকল প্রাণীকুলের সহ্য ক্ষমতার বাইরে। এই কষ্ট আরো দিগুন হয়ে যায় যখন তাপদাহ একটানা হয় এবং বৃষ্টি না আসে।