3:55 pm , April 26, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সংসদ নির্বাচনের কথা নিশ্চিই মনে আছে অনেকের। বরিশাল সদর আসনে আলোচিত একটি নাম ছিলো সিটি মেয়র পতœী লুনা আবদুল্লাহ। বলতে গেলে যিনি একাই প্রচারনায় কাপিয়ে দিয়েছিলেন পুরো বরিশাল সদর-৫ আসন। নারীদের সংগঠিত করে নির্বাচনী প্রচারনায় নতুন মাত্রা যোগ করেন প্রার্থী জাহিদ ফারুক শামীমের পক্ষে। যার ফলস্বরুপ বিজয়ের পতাকা উড়েছিলো শামীম শিবিরে। সেই অলোচিত নারী লুনা আবদুল্লাহ এবার সদর উপজেলা নির্বাচনে নামছেন আনারস প্রতীকের প্রার্থী মাহমুদুল হক খান মামুনের পক্ষে প্রচারনায়। শুরু থেকেই সব প্রার্থীর চেয়ে প্রচারনায় এগিয়ে রয়েছেন খান মামুন। খান মামুনের সমর্থকরা বলছেন তারা উজ্জিবীত হয়ে মামুনের পক্ষে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এখন যদি ভাবি (মেয়র পতœী) লুনা আবদুল্লাহ মাঠে নামেন তাহলে আমাদের ষোল কলা পূর্ণ হয়। খান মামুনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. আফজালুল করিম বলেন, প্রচার-প্রচারনার জন্য আমরা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে কমিটি করে দিয়েছি। প্রতিদিন ১০ টি করে সভা ও উঠান বৈঠক হচ্ছে খান মামুনের পক্ষে। বরিশাল মহানগর ও সদর উপজেলা আওয়ামী লীগ শুরু থেকেই মামুনের পক্ষে মাঠে রয়েছে। এছাড়া আমাদের দুই অভিভাবক বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াতের দোয়া ও সমর্থন মামুনের সাথে রয়েছে। তাই আমি মনে করি প্রচার প্রচারনাসহ কোন কিছুতেই আমাদের বিন্দুমাত্র ঘাটতি নেই। আল্লাহর রহতম থাকলে আমাদের বিজয় সুনিশ্চিত। তিনি আরো বলেন, যতদূর জানি আমাদের সম্মানিত ভাবি মেয়র পতœী লুনা আবদুল্লাহ খান মামুনের পক্ষে প্রচার প্রচারনা করতে খুব শীঘ্রই মাঠে নামবেন। হয়ত ১ মে থেকে তাকে নির্বাচনী মাঠে পাওয়া যাবে।