3:54 pm , April 24, 2024

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিবেদক ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ঝালকাঠি সদর উপজেলায় ৪জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩টি পদে ১০ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি না থাকায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক তাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন
এ নির্বাচনে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি দলীয় কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেনি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলায় ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তাদের সবারই মনোনয়ন পত্র বৈধ হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন। প্রার্থীরা হলেন : বর্তমান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খান আরিফুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুলতান হোসেন খান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম এবং সদর উপজেলার ৯নং শেখের হাট ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন খান (সুরুজ)। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কেওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লস্কর আশিকুর রহমান দীপু, জেলা পরিষদের সাবেক সদস্য নথুল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি সিটিজেন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক পিনু আক্তার নদী, মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে সালমা।