২৪ বছর পর কারামুক্ত অলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ২৪ বছর পর কারামুক্ত অলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক - ajkerparibartan.com
২৪ বছর পর কারামুক্ত অলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক

4:15 pm , April 22, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সমাজসেবা অধিদফতর এবং জেলা প্রশাসনের আয়োজনে জামিনে মুক্তি পাওয়া ২৪ বছর সাজাপ্রাপ্ত আসামি অলিউল ইসলামকে ভ্যান গাড়ি প্রদান করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। কয়েদীদের জীবিকা নির্বাহের জন্য জেলা প্রশাসক শহিদুল ইসলামের উদ্যোগে এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে সোমবার সকাল সাড়ে ১০ টায়  ভ্যান গাড়ী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা শিকদার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার রতœা রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, নারীনেত্রী প্রফেসর শাহ সাজেদা, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, অপসোস্যালাইন লিমিটেডের সমন্বয়কারী রফিকুল ইসলাম সহ আরও অনেকে।
অলিউল ইসলাম ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাসিন্দা। তার সংসারে স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে রয়েছে। ২০০০ সালের মার্চ মাসে আপন বোন জামাই এর সাথে জমি জমা সংক্রান্ত মারামারির ঘটনায় ২ বছরের ভাগ্নি রোজিনা বেগমের মৃত্যু হয়। পরে বোন জামাইয়ের দায়ের করা হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৪ বছর যাবজ্জীবন কারা ভোগ শেষে গত ১ ফেব্রুয়ারি মুক্তি পান অলিউল। ৃ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT