বরিশালের বিডি পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক বেলাল খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বরিশালের বিডি পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক বেলাল খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - ajkerparibartan.com
বরিশালের বিডি পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক বেলাল খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

4:14 pm , April 22, 2024

প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক ॥ প্রতারণা করে অর্থ আত্মসাৎ করা মামলায় বরিশালের বিডি পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক বেলাল খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বরিশাল ও ঢাকার পৃথক দুটি আদালত থেকে সম্প্রতি তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে বেলাল খানের বিরুদ্ধে ঢাকা ও বরিশাল আদালতে একাধিক মামলা দায়ের করেন অরুন চন্দ্র দুয়ারী।
মামলা সূত্রে জানা গেছে ব্যবসায়িক সু-সম্পর্কের কারনে বরিশালের একটি স্বনামধন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সময়ে কয়েক কোটি টাকা ধার নেন বিডি পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক বেলাল খান। কিন্তু যথা সময়ে টাকা ফেরৎ না দিয়ে টালবাহানা শুরু করেন তিনি। এক পর্যায়ে তিনি টাকা না দিয়ে বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করেন ওই প্রতিষ্ঠানের অনুকুলে। কিন্তু প্রতিবারই ব্যাংকে সব চেক ডিজঅনার হয়। এক পর্যায়ে অর্থ আত্মসাতের অভিযোগ এনে বেলাল খানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়।
জানা গেছে অর্থ আত্মসাতের কারনে বেলাল খানের বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় একাধিক সাধারন ডায়েরী ও মামলা রয়েছে। অবাক করার বিষয় হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ  করে অনেকটা আত্মগাপনে থাকা প্রতারক বেলাল খান তার নিজ এলাকা রাজাপুরে নিজেকে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হিসাবে পরিচয় দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT