বিনিয়োগকারীদের প্রতি ওয়ান স্টপ সার্ভিস ব্যবহারের আহবান বিডার নির্বাহী চেয়ারম্যানের  বিনিয়োগকারীদের প্রতি ওয়ান স্টপ সার্ভিস ব্যবহারের আহবান বিডার নির্বাহী চেয়ারম্যানের  - ajkerparibartan.com
বিনিয়োগকারীদের প্রতি ওয়ান স্টপ সার্ভিস ব্যবহারের আহবান বিডার নির্বাহী চেয়ারম্যানের 

4:20 pm , April 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর আয়োজনে বিনিয়োগ উন্নয়ন ও বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল সকালে নগরীর বান্দরোডে অবস্থিত হোটেল গ্র্যান্ড পার্কের হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীদেরকে সরকার সহযোগিতা করবে। এটিই সরকারের উদ্দেশ্য। অথচ ব্যবসা শুরু করার জন্য একজন উদ্যোক্তার প্রয়োজনীয় যাবতীয় অনুমতি ও কাগজপত্র নিষ্পত্তি করতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতের চেয়ে বাংলাদেশে বহুগুণ বেশি সময় লাগতো। এই দীর্ঘসূত্রিতা কমিয়ে আনতে এ সংক্রান্ত সকল সেবা এক ছাতার নিচে নিয়ে আসার পদক্ষেপ নেয় সরকার, যার ধারাবাহিকতায় এখন ব্যবসা ও বিনিয়োগ সংশ্লিষ্ট শতাধিক সেবা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) এর আওতায় এসেছে। এসময় তিনি বিডার কার্যক্রমে শতভাগ স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে বরিশালের শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরকে এই ওএসএস ব্যবস্থার সেবা গ্রহণের আহ্বান জানান। সেই সাথে বরিশালের চিরায়ত ঐতিহ্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্যকে সমুন্নত রেখেই পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করে এ বিভাগে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, পর্যটন শিল্পসহ বিভিন্ন শিল্প স্থাপনের মধ্য দিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থান প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। এসময় অনুষ্ঠানস্থলে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মোঃ মতিউর রহমান, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলিসহ স্থানীয় উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, ঔপনিবেশিক যুগেও লবণ শিল্প, আখ মাড়াই শিল্পের মতো নানা কৃষিনির্ভর অর্থনৈতিক কর্মকা-ের জন্য প্রসিদ্ধ ছিলো বরিশাল। পরবর্তীতে এখানে শিল্পায়নের গতি মন্থর হয়ে এলেও স্বাধীনতা-উত্তরকালে সিমেন্ট, ঔষধ, জুতা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত কিছু শিল্প কল-কারখানা এখানে গড়ে উঠেছে। যদিও বরিশাল বিভাগে বিস্তীর্ণ চরাঞ্চলসহ বিপুল পরিমাণ অনাবাদি, অব্যবহৃত জমি, সন্তোষজনক শিক্ষার হার, পর্যাপ্ত জনবল, ভোলা জেলায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস সম্পদ এবং সাম্প্রতিক সময়ের অবকাঠামোগত উন্নয়নের বিপরীতে বরিশালে বিনিয়োগ ও শিল্পায়নের চিত্র আশানুরূপ নয়। এ কারণে বরিশাল বিভাগসহ সমগ্র দক্ষিণবঙ্গে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT