মুলাদীতে আড়িপাতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ ॥ গ্রেপ্তার-১ মুলাদীতে আড়িপাতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ ॥ গ্রেপ্তার-১ - ajkerparibartan.com
মুলাদীতে আড়িপাতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ ॥ গ্রেপ্তার-১

4:09 pm , April 17, 2024

মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে আড়িপাতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের নবাবের হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শরীফ বাড়ির লোক আড়িপেতে ঘরামী পক্ষের লোকজনের কথা শোনার জেরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। এতে দুই পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। আ০পহতদের ২জনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, জমাজমি ও আধিপত্য নিয়ে দড়িচর লক্ষ্মীপুর গ্রামের হারুন শরীফ ও শাহীন ঘরামী পক্ষের মধ্যে বিরোধ চলছে। ইতোপূর্বে ২ পক্ষের একাধিকবার সংঘর্ষ ও মামলা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে শাহীন ঘরামী আত্মীয়-স্বজন নিয়ে ঘরোয়া বৈঠক করছিলেন। ওই সময় শরীফ পক্ষের মো. রনি শরীফ (৩২) গোপনে শাহীন ঘরামীর ঘরের পাশে অবস্থান নিয়ে তাদের কথা শোনার চেষ্টা করেন। ঘরামী পক্ষের লোকজন আড়িপাতার বিষয়টি টের পেয়ে রনি শরীফকে ধাওয়া করে ধরে ফেলে। সংবাদ পেয়ে শরীফ পক্ষের লোকজন রামদা ও লাঠিসোটা নিয়ে আসলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘরামী পক্ষের মনির ঘরামী, শাহীন ঘরামী, ইসরাত জাহান ডলিসহ ৪জন আহত হয় এবং শরীফ পক্ষের রনি শরীফসহ ২ জন আহত হয়েছেন। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এসময় পুলিশ আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক মনির ঘরামী ও রনি শরীফকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, সংঘর্ষে দুই পক্ষের লোক আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহীন ঘরামীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। এঘটনায় দুই পক্ষ অভিযোগ করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT