4:07 pm , April 17, 2024
বরিশাল এবং বাকেরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক ॥ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে বাকেরগঞ্জের চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থী হিসাবে নির্ধারিত জামানতের টাকা জমা না দেওয়ায় রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। এর ফলে বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা দাড়ালো ৬ জনে। এছাড়া অন্য সকল প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। রিটার্নিং অফিসার বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী বলেন, জামানতের টাকা জমা না দিলে সেই প্রার্থীর মনোনয়ন পত্র আমরা যাচাই বাছাইয়ের তালিকায় রাখি না। ওই প্রার্থী জামানতের টাকা জমা দেননি। স্বাভাবিক কারনেই তার মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এছাড়া দুই উপজেলার সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে। বরিশাল সদর ও বাকেরগঞ্জ থেকে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বরিশাল সদর থেকে চেয়ারম্যান পদে মাহমুদুল হক খান মামুন, এস এম জাকির হোসেন, মোঃ আব্দুল মালেক, মোঃ মনিরুল ইসলাম এবং মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মোঃ জসিম উদ্দিন, মহিদুল ইসলাম, হাদিস মীর, ফাইজুল ইসলাম, শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ, ভাইস চেয়ারম্যান মহিলা পদে নেহার বেগম, মারিয়া আক্তার এবং হালিমা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এই উপজেলার সকল প্রার্থী বৈধ বলে গন্য হয়েছে। অন্য দিকে বাকেরগঞ্জ থেকে চেয়ারম্যান পদে বিশ^াস মতিউর রহমান, মিজানুর রহমান, কামরুল ইসলাম সজিব, ফিরোজ আলম খান, রাজিব তালুকদার, নিয়ামত আবদুল্লাহ পলাশ ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আব্দুস সালাম মল্লিক, কামরুল হোসেন, শাহবাজ মিঞা,
সাইফুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম এবং তহমিনা বেগম মিনু মনোনয়ন পত্র বৈধ বলে গন্য করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল করা হলে ওই প্রার্থী প্রার্থীতা ফিরে পেতে আর আবেদন করতে পারবে না। তবে কোন আর্থিক প্রতিষ্ঠান এবং কোন ব্যক্তি প্রার্থীর পক্ষে বিপক্ষে মনোনয়ন বাতিল ও বৈধ ঘোষনার বিরুদ্ধে আপিল করতে পারবে। ২২ এপ্রিল পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় পাবেন। ভোট হবে ৮ মে।