4:05 pm , April 17, 2024

নারীকে পতিতাবৃতিতে বাধ্য করায়
নিজস্ব প্রতিবেদক ॥ চাকুরীর প্রলোভনে আবাসিক হোটেলে আটক রেখে জোরপুর্বক পতিতাবৃত্তি করানোর মামলায় তিনজনকে তিন বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল হোসেন ওই রায় দেন।
দ-িতরা হলো-নগরীর আবাসিক হোটেল স্বাগতমের ম্যানেজার মো. কালামওরফে কালু, কর্মচারী শাহিন আকন ও খলিলুর রহমান। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বেঞ্চ সহকারী মো. তুহিন মোল্লা জানান, ২০২০ সালের ৬ আগষ্ট কোতয়ালী মডেল থানার এসআই মো. রুম্মান হোসেন গোপন সংবাদের ভিত্তিতে হোটেল স্বাগতমে অভিযান করে। এ সময় হোটেল কক্ষে অবরুদ্ধ নারীকে উদ্ধার করে। ওই নারী জানিয়েছে চাকুরির প্রলোভনে তাকে এনে হোটেলে অবরুদ্ধ করে। পরে জোরপূর্বক পতিতাবৃতিতে বাধ্য করে। এ ঘটনায় এসআই রুম্মান বাদী হয়ে তিনজনকে আসামী করে ৬ আগস্ট কোতয়ালী মডেল থানায় মামলা করে। কোতয়ালী মডেল থানার এসআই মোঃ রিয়াজ উদ্দিন আসামীদের বিরুদ্ধে ২০২০ সনের ৩০ সেপ্টেম্বর চাজর্শীট দেন।