গেট টপকাতে গিয়ে হাতে রড ঢুকে গেছে জিলা স্কুল ছাত্রের গেট টপকাতে গিয়ে হাতে রড ঢুকে গেছে জিলা স্কুল ছাত্রের - ajkerparibartan.com
গেট টপকাতে গিয়ে হাতে রড ঢুকে গেছে জিলা স্কুল ছাত্রের

4:05 pm , April 17, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ গেট টপকে যাওয়ার সময় বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রের হাতে এক পাশ থেকে রড ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে বরিশাল সদর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল-আমিন।
ওই শিক্ষার্থী হলো- তানভীর ইসলাম (১৩)। সে নগরীর এন হোসেন গলির বাসিন্দা ব্যাংকার তারিকুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, তানভীর দুপুর দেড়টার দিকে জিলা স্কুলের পিছনের গেট টপকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় হাত পিছলে পড়ে দেয়ালে থাকা রড হাতের ভিতর গেঁথে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রড কেটে শিশুর হাত বের করে উদ্ধার করে। পরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুর বাবা তারিকুল ইসলাম বলেন, বর্তমানে সন্তান বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সে আশংকামুক্ত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT