আবাসিক হোটেলে অভিযানে আটক ১৬ আবাসিক হোটেলে অভিযানে আটক ১৬ - ajkerparibartan.com
আবাসিক হোটেলে অভিযানে আটক ১৬

3:49 pm , April 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ডজনখানেক আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে ৬ নারীসহ ১৬ ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিনভর নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার। তিনি বলেন, নগরীর আবাসিক হোটেলে অনৈতিক কাজের খবরে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT