3:49 pm , April 16, 2024

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম সাংবাদিকের হারানো মোবাইল উদ্ধার করেছেন। সোমবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর হাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উদ্ধারকৃত মোবাইলটি তুলে দেন। সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর মোবাইলটি ২০২২ সালের মাঝামাঝি সময়ে ঝালকাঠির রামনগর এলাকায় হারিয়ে যায়। হারানোর পর ঝালকাঠি থানায় তিনি একটি জিডি করেন। থানার জিডির সূত্র ধরে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটির ব্যবহারকারীর সন্ধান পেলে ঝালকাঠি সদর থানার এএসআই মো: কহিনুর আহমেদ শিপন এর মাধ্যমে মোবাইলটি উদ্ধার করেন।
এবিষয়ে মোবাইল ফোনের মালিক সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু জানান, “আমি মোবাইলটি অনেক বছর পর ফিরে পেয়ে খুশি হয়েছি। মোবাইল ফিরে পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রিয়াজুল। তিনি আরো বলেন, কারো হারানো মোবাইল পেলে মালিকের কাছে ফিরিয়ে দেয়া উচিত। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে অন্যের মোবাইল ব্যবহার করা বিপদজনক এবং এটি একটি অনৈতিক কাজ।