সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের মানববন্ধন সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের মানববন্ধন - ajkerparibartan.com
সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের মানববন্ধন

3:48 pm , April 16, 2024

পিরোজপুর প্রতিবেদক ॥ সন্তান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহত সাব্বির শেখ এর বাবা-মা। মঙ্গলবার বেলা ১১টায় শহরের টাউনক্লাব সড়কে পিরোজপুর জেলার সর্বস্তরের জনগন এর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সাব্বিরের বাবা সুলেমান শেখ ও মা তাদের সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পরেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য, রবিবার (১৪ এপ্রিল) দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোল নামক স্থানে একটি মুদি দোকানের কর্মচারী সাব্বির শেখকে (১৭) অসুস্থ অবস্থায়  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সাব্বিরের স্বজনদের অভিযোগ, ঈদের আগের দিন সাব্বির বাড়িতে চলে যায়। ঈদ শেষে সাব্বির কজে আসতে না চাইলে সজিব ও তার শ^শুর শনিবার (১৩ এপ্রিল) সাব্বিরকে বাড়ি থেকে জোর করে ধরে এনে মারধর করে। এ কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর পর পুলিশ হত্যা মামলা না নেয়া ও দোকান মালিক সজিবকে গ্রেফতার না করার কারনে হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সন্দিহান সাব্বিরের পরিবার।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের টিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT