অবশেষে স্বস্তির বৃষ্টি ॥ নগর জীবনে শান্তির পরশ অবশেষে স্বস্তির বৃষ্টি ॥ নগর জীবনে শান্তির পরশ - ajkerparibartan.com
অবশেষে স্বস্তির বৃষ্টি ॥ নগর জীবনে শান্তির পরশ

3:44 pm , April 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর পর বরিশালে বৃষ্টি এনে দিল শান্তির পরশ। মঙ্গলবার বিকেলে ঢাকায় বেশ ভাল বৃষ্টি পড়েছিলো। তখন বরিশালে তীব্র গরম। কিন্তু সন্ধ্যার পরপরই দৃশ্যপট পাল্টে যায়। শুরু হয় মেঘের আনাঘোনা সাথে স্বস্তির শীতল বাতাস। রাত ৮ টার দিকে শুরু হয় বৃষ্টি। টানা গরমে জনজীবন যখন অতিষ্ঠ তখন এ বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর মনে। গত এক সপ্তাহ ধরে চলা তাপদাহে বরিশালবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন নগরীসহ দখিনের মানুষ। শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান হলো। প্রসঙ্গত মঙ্গলবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক বশির উদ্দিন বলেন, এখন কাল বৈশাখী ঝড়ের মৌসুম। এ সময়টাতে যে কোন সময় ঝড় বৃষ্টি হতে পারে। আগামী দু দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কোন আভাস ছিলো না বরিশালে। কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি হলো। তিনি বলেন বৃষ্টি হলেও দিনের বেলায় চলমান তাপদাহ অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT