উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে হবে -বিভাগীয় কমিশনার  উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে হবে -বিভাগীয় কমিশনার  - ajkerparibartan.com
উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে হবে -বিভাগীয় কমিশনার 

3:43 pm , April 16, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেছেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং নিজ নিজ অবস্থান থেকে তৎপর থাকার পরামর্শ দেন। পাশাপাশি তিনি নদী বিচ্ছিন্ন, প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ বরিশাল বিভাগের সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের তাগিদ দেন। গতকাল সকালে বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে তিনিএসব কথা বলেন।
সভায় আগত অতিথিরা পর্যাপ্ত নিরাপত্তা বজায় রেখে সাম্প্রতিক পবিত্র ঈদ-উল-ফিতর এবং বাংলা বর্ষবরণ উৎসব উদযাপনের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সেই সাথে তাঁরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও যথাযথ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চার ধাপে সারা দেশের মোট ৪৮১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচন। এর অংশ হিসেবে প্রথম ধাপে বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ উপজেলা এবং পিরোজপুর জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। উল্লেখ্য যে, এবার পিরোজপুর জেলার উক্ত তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় ভার্চুয়ালি আরও সংযুক্ত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান।
আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে একই স্থানে বরিশাল বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও সুশীল সমাজের অংশীজনদের অংশগ্রহণে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে মতবিনিময় সভাসহ আরও বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT