এমন চোর কোথাও খুঁজে পাবে না !! এমন চোর কোথাও খুঁজে পাবে না !! - ajkerparibartan.com
এমন চোর কোথাও খুঁজে পাবে না !!

4:22 pm , April 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দিনের আলোতে চোর হানা দিয়েছিলো বরিশাল নগরের ব্রাউনকম্পাউন্ড এলাকার একটি বাসায়। নগদ টাকা স্বর্ণালংকার সহ নিয়ে গেছে  প্রায় দুই লাখ টাকার মালামাল। বাদ যায়নি মাছ-মাংস, পানির কল, ঝর্ণা, কমোটের পাইপ থেকে শুরু করে কোন কিছুই। শুধু কি তাই চলে যাওয়ার সময় পুরো ঘরকে বানিয়ে গেছে পুকুরে। ঘরের মধ্যে থৈ থৈ করছে পানি। যা এক পর্যায়ে নিচে গড়িয়ে পড়ার পরে হুশ ফেরে বাড়ীর মালিকের। এরপর তিনি খোঁজ নিয়ে দেখেন ভবনের চারতলার একটি ফ্ল্যাটে এমন কান্ড ঘটিয়েছে চোরচক্র। শুক্রবার ১২ এপ্রিল বেলা আনুমানিক ১১টার দিকে সাহেবের গোরস্থান সংলগ্ন আলম মঞ্জিলে এ ঘটনা ঘটে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সব ধরণের সাবধানতা অবলম্বর করার পরেও চোরের হাত থেকে রেহাই মেলেনি। চোর আসলেও যেন সোনা-দানা-টাকা-পয়সা খুজে না পায় এজন্য তা রান্না ঘরে থাকা মসল্লার মধ্যে লুকিয়ে রেখেছিলেন গৃহকর্তী। কিন্তু দূরদর্শী চোর ঠিকই মসল্লার মধ্য থেকে বের করে এনেছেন লাখ টাকা দামের গলার হার।
মাত্র ৮ মাস আগে ভবনের চারতলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও একমাত্র মন্তানকে নিয়ে ওঠেন ব্যাংক কর্মকর্তা আবু তাহের। ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ী বাউফলে ছিলেন তিনি। পাশের ফø্যাটের ভাড়াটিয়ার মাধ্যমে প্রথমে চুরির বিষয়টি জানতে পারেন। এরপর ঘটনাস্থলে এসে দেখেন সামনের দরজার তালা ভাঙ্গা। ভেতরে সবকিছু তছনছ করে রেখে গেছে চোরচক্র।
আবু তাহেরের ভাষ্য আট মাসে তার ঘরে দুইবার চুরি হয়েছে। বাড়ীর মালিকের গাফলতি আছে এমন অভিযোগ করে তিনি বলেন, বাড়ীতে সিসি ক্যামেরা থাকলেও যখন চুরি হয়েছে তখন নাকি তা বন্ধ ছিলো।
বাড়ীর মালিক শামসুল আলমের স্ত্রীর ভাষ্য গেলো বছরের ডিসেম্বরে সিসি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার পর আর ঠিক করা হয়নি। তার অভিযোগ ব্যাংক কর্মকর্তা এ ভবনে ভাড়াটিয়া হিসেবে আসার পরই দুইবার চুরি হয়েছে। এর আগে কখনো চুরির ঘটনা ঘটেনি।
এদিকে একই সময় ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে চোরচক্র। তবে ওই বাসায় থাকা মালামাল তছনছ করলেও কিছু চুরি হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT