3:57 pm , April 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হত্যা মামলার এক আসামীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে মামলা হয়েছে।
ঘটনা তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
রোববার দিনগত রাতে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেনওসি এটিএম আরিচুল হক । মামলার বাদী বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. নুর-ই আলম সিদ্দিকী।
মামলার আসামী হলেন : পটুয়াখালী গলাচিপা থানার হত্যা মামলার আসামী তরিকুল ইসলাম (২৫)। গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মোশারেফ সিকদারের ছেলে সে। কোতয়ালী মডেল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, রোববার রাতে ডেপুটি জেলার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় একমাত্র আসামীর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টাসহ গুরুতর ও সাধারন জখম করার অভিযোগ আনা হয়েছে। মামলার আসামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাই তাকে শ্যোন এরেষ্ট দেখানো হয়েছে। মামলার বরাতে জানান, আসামী তরিকুল ইসলামকে পটুয়াখালী কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গত ৬ এপ্রিল বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়। মামলায় বাদী উল্লেখ করেছেন, ১৪ এপ্রিল সকালে প্রিজন সেলে তরিকুল ইসলাম অপর দুই আসামী মোতাহার ও অজিত কুমার মন্ডলের সাথে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বাগ-বিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তরিকুল উত্তেজিত হয়ে হত্যা করার উদ্দেশ্যে স্যালাইনের ষ্ট্যান্ড দিয়ে মোতালেব ও অজিত পিটিয়ে আহত। কর্তব্যরত কারারক্ষীরা তাদের উদ্ধার করে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে নিয়ে আহত দুই আসামীকে ভর্তি করে। এর মধ্যে মোতাহের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে জানার জন্য মামলার বাদী ডেপুটি জেলার মো. নুর-ই-আলম সিদ্দিকী, জ্যেষ্ঠ জেল সুপার রতœা রায় ও ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবিরকে একাধিকবার কল করা হয়।
এর মধ্যে জ্যেষ্ঠ জেল সুপার রতœা রায় একবার কল রিসিভ করে শুধু বলেন, আমি বাইরে আছি। কিছু শুনতে পারছিনা।