মুক্তিযোদ্ধাদের সম্মাননা, রাখিবন্ধন ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরিশালে বর্ষবরণ মুক্তিযোদ্ধাদের সম্মাননা, রাখিবন্ধন ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরিশালে বর্ষবরণ - ajkerparibartan.com
মুক্তিযোদ্ধাদের সম্মাননা, রাখিবন্ধন ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরিশালে বর্ষবরণ

3:56 pm , April 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মঙ্গল শোভাযাত্রা,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, শিশু সমাবেশ ও বৈশাখী মেলার মধ্য দিয়ে  বরিশালে বাংলা বছরকে বরণ করা হয়েছে।
পহেলা বৈশাখ বরিশাল নগরের বিএম স্কুল মাঠে সকাল ৭টায় জাতীয় সঙ্গিত পরিবেশনের পরপরই মঙ্গলগীত পরিবেশন করে বর্ষবরণের কার্যক্রম শুরু করে চারুকলা, উদীচী  ও বরিশাল নাটক। পরে মঞ্চে নৃত্য ও আবৃত্তি পরিশেন করেন বরিশাল নাটকের শিল্পিবৃন্দ।
সকাল ৮টায় বর্ষবরণ মঞ্চে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে শিশুদের রাখি পরিয়ে দিয়ে মঙ্গল শোভাযাত্রার সূচনা করা হয়।
মঙ্গলশোভা যাত্রায় বাংলার ঐতিহ্য পালকি, ঘোড়া, দোয়েল,হাতি, চিল সহ বিভিন্ন চিত্র এবং ঢাকের তালে তালে নগরীর বিভিন্ন সড়কে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অশি^নী কুমার টাউন হল প্রাঙ্গনে আগামী প্রজন্মের কাছে জাতীয় পতাকা হস্তান্তরের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার কার্যক্রম শেষ হয়।
চারুকলা বরিশালের আয়োজনে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগীতা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন আয়োজকবৃন্দ।
ব্রজমোহন স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠানে হাজির হয়ে উপভোগ করেন বিভীগীয় কমিশনার শওকত আলী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন  সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গন থকে শোভাযাত্রা বের করা হয়।
এদিকে বর্ষবরণ উপলক্ষে নগরের  গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্নস্থানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিনস্থরের নিরাপত্তা সহ অতিরিক্ত পুলিশ সদস্য ও গোয়েন্দা পুলিশ (ডিবি) দায়িত্ব পালন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT