স্ব-রূপে ফিরেছে বরিশাল লঞ্চঘাট স্ব-রূপে ফিরেছে বরিশাল লঞ্চঘাট - ajkerparibartan.com
স্ব-রূপে ফিরেছে বরিশাল লঞ্চঘাট

3:55 pm , April 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ উল ফিতর উদযাপন শেষে কর্মমুখী মানুষের ঢল নেমেছে বরিশাল লঞ্চঘাটে। গতকাল সোমবার বরিশাল লঞ্চ ঘাট থেকে ঢাকা ছেড়ে গেছে ১০ টি লঞ্চ। প্রতিটি লঞ্চে ডেক থেকে শুরু করে ছাদ পর্যন্ত যাত্রী ছিলো কানায় কানায় পূর্ন। অন্য কোন অভিযোগ না থাকলেও যথারীতি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তাদের দাবি ঈদ উপলক্ষে ডেকে কমপক্ষে দেড় থেকে ২’শ টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন লঞ্চ মালিক ও নদী বন্দর কর্মকর্তা। বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, যাত্রীদের কাছ থেকে এক টাকাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম রাখা হচ্ছে। সোমবার ঢাকা-বরিশালগামী কয়েকটি লঞ্চ ঘুরে দেখা যায়, বেশিরভাগ লঞ্চের কেবিন আগ থেকেই বুকিং হয়ে গেছে। লঞ্চের ডেকে যাত্রীর সংখ্যা বেশি থাকায় যে যেভাবে পেরেছে শুয়ে-বসে জায়গা দখল করে নিয়েছে। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে হাকডাকে ব্যস্ত লঞ্চের স্টাফরা। ভাড়া নিয়ে দরকষাকষিও করছেন অনেক যাত্রী।
সুন্দরবন-১৬ লঞ্চের মাস্টার দুলাল বলেন, গত বছর যে রকম চাপ ছিল, এবার তার থেকে একটু বেশি। গত দু দিন ধরে বরিশাল থেকে যাত্রীদের চাপ অনেকটা বেশী। ভাড়া কোনভাবেই বেশী নেওয়া হচ্ছে না বলে দাবী তার।সুন্দরবন লঞ্চের মালিক আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু বলেন, ঈদ আসলেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগটি আসে। সারা বছর যে আমরা সরকার নির্ধারিত ভাড়ার অর্ধেকে যাত্রী বহন করি তখন তো কোন যাত্রী বলে না ভাড়া কম রাখছে।তিনি বলেন, ভাড়ার বিষয়টি পরিস্কার করা দরকার। ঢাকা-বরিশাল রুটে ডেকে সরকার নির্ধারিত ভাড়া ৪০০ টাকার একটু বেশী। আমরা সারাবছর যাত্রী ধরে রাখতে ও নিজেরদের মধ্যে প্রতিযোগীতার কারনে ভাড়া ২’শ থেকে সর্বোচ্চ ৩শ টাকা রাখি। কেবিনে সারাবছরই সিঙ্গেল ১ হাজার এবং ডাবল ২ হাজার টাকা রাখি। কিন্তু সরকার নির্ধারিত ভাড়া কেবিনে আরো বেশী। ঈদে ডাবল ট্রিপসহ বিভিন্ন খরচ সমন্বয় করতে সারাবছরের চেয়ে একটু ভাড়া বেশী রাখা হয়। কিন্তু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ঈদেও আমরা কম ভাড়া নিচ্ছি। সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার অধিকার আমাদের রয়েছে। এটাকে বাড়তি ভাড়া বললে আমাদের কিছু করার নেই।বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে যদি বাড়তি ভাড়া রাখা হয় কেবল সে ক্ষেত্রেই বাড়তি ভাড়া বলা যাবে। আমার জানামতে কোন লঞ্চ বাড়তি ভাড়া নিচ্ছে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT