ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বরিশালে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বরিশালে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত - ajkerparibartan.com
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বরিশালে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

3:54 pm , April 15, 2024

বিশেষ প্রতিবেদক ॥ এক মাস সিয়াম সাধনার পরে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে। এ উপলক্ষে বরিশালের হেমায়েত উদ্দীন কেন্দ্রীয়ঈদগাহ ময়দানে মহানগরীর প্রধান ঈদ জামাতে হাজার হাজার মুসুল্লী নামাজ আদায় করেন। এছাড়া চরমোনাই দরবার শরীফ ও ছারছিনা দরবার শরীফে দুটি বৃহৎ ঈদ জামাতেও বিপুল সংখ্যক মুসুল্লী ঈদের নামাজ আদায় করেন। বরিশাল মহানগরীর জামে এবাদুল্লাহ মসজিদ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, পুলিশ লাইন্স মসজিদে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বরিশালের গুঠিয়ায় দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদে দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক মুসুল্লী ঈদের জামাতে নামাজ আদায় করেন।
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে।  দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক জাকেরান ও আশেকান সহ ধর্মপ্রাণ মুসুল্লীরা বিশ^ জাকের মঞ্জিলে ঈদের নামাজ আদায়ন্তে ফাতেহা শরিফ পাঠ ও পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরীফ জিয়ারতে অংশ নেন। এ দরবার শরীফে ঈদ জামাতে অংশ নেয়া সব মুসুল্লীর জন্য খাবার পরিবেশন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT