সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ হামলার শিকার, মামলা দায়ের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ হামলার শিকার, মামলা দায়ের - ajkerparibartan.com
সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ হামলার শিকার, মামলা দায়ের

5:01 pm , April 8, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিম আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় রোববার মামলা করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে নগরীর রূপাতলী গ্যাসটারবাইন এলাকায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে তিন নারী পুলিশ সদস্য আহত হয়। কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, গ্যাসটারবাইন এলাকায় জমি নিয়ে রিয়াজ ও তানিয়ার সাথে বিরোধ রয়েছে। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তখন তানিয়ার পক্ষের হামলায় তিন নারী পুলিশ সদস্য আহত হয়। তখন কোতয়ালী মডেল থানার একাধিক দল গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে রূপাতলি গ্যাস্টারবাইন এলাকার আব্দুল জলিলের ছেলে মাহামুদুল হাসান ও মৃত মামুন হাওলাদারের ছেলে মাইনুল ইসলামকে আটক করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, মামলায় অভিযুক্ত অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT