4:56 pm , April 8, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদের তিনদিন বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সোমবার এক নোটিশের মাধ্যমে বরিশালের স্থায়ী বাসিন্দা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়। এছাড়াও ঈদের তিনদিন হাসপাতালের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে পরিচালককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. এইচএম সাইফুল ইসলাম জানান, ঈদে হাসপাতালে চিকিৎসাধীন কোন রোগীর যেন অসুবিধা না হয়, সেই জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।
তিনি জানান, হাসপাতালে রোগী তুলনায় জনবল খুব কম। তারপরও স্বল্প সংখ্যক জনবল দিয়ে সঠিক সময় সু-চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। যারা ঈদের ছুটি ভোগ করতে পারবে না। তারা ঈদের পর রোটেশন অনুযায়ী ছুটি ভোগ করবেন।
ঈদের তিন দিন চিকিৎসা সেবা সার্বিক তদারকি তিনি (পরিচালক) নিজেসহ উপ পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান ও সহকারী পরিচালক (অর্থ, ভান্ডার ও প্রশাসন) ডা. মো. রেজওয়ানুর আলম করবেন।
ছুটি বাতিলের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঈদ কালীন অর্থাৎ আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল প্রতিটি ওয়ার্ডে তিন রোস্টারে (সকাল, বিকাল ও রাত) পূর্বের ন্যায়ে চিকিৎসক, নার্স ও অনান্য স্টাফরা দায়িত্ব পালন করবে। তবে জরুরীভাবে ছুটি প্রয়োজন এমন চিকিৎসক, নার্স ও স্টাফদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভাগীয় প্রধান কিংবা পরিচালককে অবহিত করতে হবে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, প্রতি বছর ঈদ উল ফিতরে অনান্য ধর্মালম্বী চিকিৎসক ও নার্সরা নিজের মধ্যে সমন্বয় করে ছুটি ভোগ করেন। এতে হাসপাতালে ঈদ কালীণ সময় চিকিৎসক ও নার্সসহ অনান্য কর্মচারী সংকট দেখা দেয়। এতে রোগীদের নানা ভোগান্তির শিকার হতে হয়।
এ সমস্যা সমাধানে সোমবার দুপুরের পরথেকে হাসপাতাল পরিচালক স্বাধীনতা চিকিৎসক পরিষদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক ও সাধারণ সম্পাদক ডা. এএসএম সায়েমসহ সকল বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, সেবা তত্ত্ববায়ক ও নার্সিং ইনচার্জদের সাথে পৃথক বৈঠক করেছেন।
বৈঠকে ঈদ কালীণ সময় চিকিৎসাধীন রোগীদের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তে ছুটি বাতিলের পাশাপাশি বরিশালে বাসিন্দা চিকিৎসক, নার্স ও স্টাফদের ঈদ কালীণ ৭২ ঘন্টা প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। বৈঠকে হাসপাতালের জরুরী বিভাগে বর্তমানে কর্মরত ৪ জন চিকিৎসকের সাথে আরো ২ জন চিকিৎসক নিয়োজিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালের আন্ত.বিভাগে মিড লেভলের ১৫০ চিকিৎসকের সাথে রোগী সেবা নিয়োজিত থাকবেন ২২৬ জন ইন্টার্নী চিকিৎসক। তাদের সহযোগিতা করবেন আরো ৮৮৯ জন সিনিয়র স্টাফ নার্স ও ৫৩ জন স্টাফ নার্স ছাড়াও ৪ শতাধিক অন্যান্য কর্মচারী।