নগরীতে স্বস্তির বৃষ্টি নগরীতে স্বস্তির বৃষ্টি - ajkerparibartan.com
নগরীতে স্বস্তির বৃষ্টি

4:00 pm , April 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদের পূর্বে  বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আবহাওয়ায় জনজীবনে বিরুপ প্রভাব পড়ে। একই সাথে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের ফলে নগরবাসীর কষ্ট বেড়েছিলো। এক সপ্তাহের প্রচন্ড তাপদাহ থেকে মাত্র ৪৫ মিনিটের বৃষ্টিতে নগরবাসীসহ বিভিন্ন শ্রমজীবী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। রোববার সকাল সাড়ে ৮ থেকে নগরীতে আকাশ মেঘাচ্ছনতায় সন্ধারমত কালো আধারে নগরী ঢেকে যায়। এসময় হালকা বাতাসের সাথে সাথে অন্ধকারে মাত্র আরো বেড়ে যায়। সকাল ১০টায় বৃষ্টি শুরু হয়। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক মাযহারুল ইসলাম জানান,তারা সকাল ১০টা ১৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৫.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ডপাত করেছে। এছাড়া এখনও ৫ মিলিমিটার বেগে বাতাস বইছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT