3:59 pm , April 7, 2024
বিশেষ প্রতিবেদক ॥ বেদে বা মান্তা সম্প্রদায়ের মানুষগুলো খুশীতে আত্মহারা। তাদের প্রতিটি ঘরে পৌঁছে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার। এরআগে এই ঘরও তাদের দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই চোখেমুখে কৃতজ্ঞতা নিয়ে মান্তা সম্প্রদায়ের নেতা হনুফা বলেন, ‘আমাগো ভাসমান জীবন আছিলো। কোনো ঘরবাড়ি ঠিকানা ছিলোনা। প্রধানমন্ত্রী আমাগো ঠিকানা দিছেন। এহন আবার ঈদের উপহার পাঠাইছে। বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম স্যার নিজে আইসা এগুলো আমাগো পৌঁছাইয়া দিয়ে গেলেন। আমরা খুশি, অনেক খুশি। এই খুশি শুধু বরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা মান্তা সম্প্রদায়ের ঘরেই নয়, ১০ উপজেলার প্রায় ৫ হাজার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছাড়াও পথশিশু ও এতিমদের মাঝে।
৫ এপ্রিল শুক্রবার থেকে বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় এতিম ও পথশিশুদের হাতে প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার হিসেবে পোশাক সহ নগদ টাকা বিতরণ করে বেড়াচ্ছেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ তার প্রশাসনের কর্মকর্তারা। আর এটা পেয়ে আনন্দে আত্মহারা মাদ্রাসার এতিম শিশু ও পথশিশুরা। এর আগে গত ৬ এপ্রিল বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রায় ৩০০ মসজিদের ঈমামকে নিমন্ত্রণ করে তাদের হাতেও ঈদের পোশাক তুলে দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর পাঠানো উপহার এগুলো। সঠিক বন্টনের দায়িত্ব পালন করছি মাত্র।
এরপর ৭ এপ্রিল রবিবার সকাল থেকে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা ব্যস্ত ছিলেন বরিশালের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ঈদ উপহার বিতরণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ১০ কেজি চাল ও সাথে (বিশেষ ক্ষেত্রে) নগদ টাকা সহায়তা প্রদান করেন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা। এজন্য রবিবার সকালে চরবাড়িয়ার গিলাতলি আশ্রয়ন প্রকল্পের প্রায় ৩০০ বাসিন্দার হাতে চাল তুলে দেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এসময় পাশে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল্লাহ মজুমদার এবং সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মতিন খান, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন সুরুজ সহ আরো অনেকে।
পরবর্তীতে বরিশালের টুঙ্গিবাড়িয়ার পতাং এবং চরকাউয়ার চরকারঞ্জী আশ্রয়ন প্রকল্পেও একই উপহার বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।