3:52 pm , April 7, 2024
লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলায় প্রায় দুই কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে লালমোহন পৌর শহরের পৃথকস্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. ঝান্টু, তার স্ত্রী নার্গিস, স্ত্রীর বড় বোন আরজু ও মো. শাকিল।
ঝান্টু লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও শাকিল লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকার কালুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, ঝন্টু একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার রাতে পৌরশহরের লাঙলখালী ব্রিজের ওপর থেকে দেড় কেজি গাঁজাসহ ফের ঝন্টুকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, পরে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও আড়াইশ গ্রাম গাঁজাসহ নার্গিস, আরজু ও শাকিলকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।