বাকি জীবনটুকু মানুষের সেবা করে কাটাতে চাই বাকি জীবনটুকু মানুষের সেবা করে কাটাতে চাই - ajkerparibartan.com
বাকি জীবনটুকু মানুষের সেবা করে কাটাতে চাই

4:31 pm , April 6, 2024

বরিশাল ক্রাইম নিউজের ইফতার মাহফিলে মাহমুদুল হক খান মামুন

নিজস্ব প্রতিবেদক ॥ ১৯৮১ সালে বিএম কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেছি। ছাত্ররাজনীতির মাধ্যমে ছাত্রদের সেবা করেছি। পরে রাজনীতির পরিধি বিস্তৃত হয়েছে মানুষের সেবার পরিধিও বাড়িয়েছি। গত ৪৩ বছর ধরে বরিশালের মানুষের সেবা করে যাচ্ছি। এখন বয়স ৬০ বছর। কত বছর আর বাচঁব। আমার ইচ্ছা বাকি জীবনটুকুও মানুষের সেবা করে কাটাতে চাই। এজন্য আপনাদের সাংবাদিকদের সহযোগীতা প্রত্যাশা করছি।
গতকাল নগরীর আমতলা মোড়ে কাচ্চি খানা রেষ্টুরেন্টে বরিশাল ক্রাইম নিউজ আয়োজিত ইফতার পার্টি ও দোয়া মাহফিলে এসব কথা বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক সাদা মনের মানুষ মাহমুদুল হক খান মামুন। তিনি বলেন, আপনারা জানেন জীবনে কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি বা মানুষের সেবা করিনি। যতটুকু পেরেছি চেষ্টা করেছি নিঃস্বার্থ ভাবে মানুষকে দেওয়ার। যার স্বাক্ষী আপনারা সাংবাদিকরা। কারন আপনারা আমার সব থেকে কাছের মানুষ। আপনারা আমার সবটুকু জানেন। তিনি বলেন এখন পর্যন্ত একক ভাবে মানুষের পাশে দাড়িয়েছি। যা আমাকে তৃপ্তি দিতে পারেনি। কারন একক ভাবে মানুষের সেবা করতে অনেক সীমাবদ্ধতা আছে। যে কাজটি জন প্রতিনিধি হলে অনেক সহজ হয়। আমি চাই সবাইকে সাথে নিয়ে বরিশালের মানুষের পাশে দাড়াতে। মানুষের জন্য কাজ করতে। আশা করি আপনারা আমাকে সে সুযোগটি করে দিবেন। আজ (২৬ রমজান) শবে কদরের রাত। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে কবুল করে।
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি শাহনামা পত্রিকার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, স্বপন খন্দকার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ভোরের অঙ্গীকার পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান সুজন, এশিয়ান টিভির বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা, সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সাল, বরিশালের ক্রাইম নিউজের প্রকাশক খন্দকার রাকিব সহ বরিশালের বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT