4:13 pm , April 6, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ইমাম ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দিয়েছেন জেলা প্রশাসক। শনিবার (০৬ এপ্রিল) দুপুরে সার্কিট হাউসের হলরুমে জেলা প্রশাসক শহিদুল ইসলাম উপস্থিত থেকে জেলার ৭০ জন এতিম শিশু শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবি ও পায়জামা তুলে দেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য প্রধান মন্ত্রীর দেয়া এই উপহার ইমামদের কাছে তুলে দেয়া হয়েছে। এসময় তিনি সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে এবং নিয়ম অনুযায়ী জাকাত দেয়া এবং এর গুরুত্ব খুতবায় তুলে ধরার আহবান করেন।
আর প্রধান মন্ত্রীর দেয়া ঈদ উপহার পেয়ে খুশী ইমামরা বলেন, তারা প্রধান মন্ত্রীকে দোয়া করেন তাদের ঈদ উপহার দেয়ার জন্য। এবং সরকারী নির্দেশনা মেনেই চলবেন তারা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, ভিআইপি পূর্বগেট জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান আনসারী, বরফকল জামে মসজিদের খতিব জামাল উদ্দিন ফারুকীসহ আরও অনেকে।