এমপি পঙ্কজ অনুসারীদের বিরুদ্ধে ভাষানচরে জেলেকে কুপিয়ে মাছ লুটের অভিযোগ এমপি পঙ্কজ অনুসারীদের বিরুদ্ধে ভাষানচরে জেলেকে কুপিয়ে মাছ লুটের অভিযোগ - ajkerparibartan.com
এমপি পঙ্কজ অনুসারীদের বিরুদ্ধে ভাষানচরে জেলেকে কুপিয়ে মাছ লুটের অভিযোগ

4:09 pm , April 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ পূর্ব শত্রুতার জেরে মেহেন্দিগঞ্জের ভাষানচড়ে এক জেলেকে কুপিয়ে আহত করে মাছ লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে আটটায় এই ঘটনায় গুরুতর আহত জেলে মোহাম্মদ আজিজুল বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়ে বিভিন্ন ধরনের ৩০০ কেজির বেশি মাছ লুট করা হয়েছে বলে জানিয়েছে আহত জেলে আজিজুল। তিনি জানান, এমপি পঙ্কজ নাথ নির্বাচিত হওয়ার পর থেকেই তার অনুসারীরা বিভিন্ন সময় চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে শুক্রবার রাতে এমপি পঙ্কজ দেব নাথ অনুসারী কবির বাগ, ছবির বাগ, শাহেদ বাগ, আনোয়ার বাগ, বাকের বেপারী, ইউনুস ফকির, মিলন বাগ, বিশ্বাস বাগ, হুমায়ুন, সবুজ হাওলাদার সহ ১০-১৫ জনের একটি দল তাকে এলোপাতারি কুপিয়ে মাছ লুট করে পালিয়ে যায়। এর আগেও বিভিন্ন সময় তাকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়েছে বলে জানাই অভিযোগকারী আজিজুল। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT