সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - ajkerparibartan.com
সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

4:09 pm , April 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পূর্বের কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল ৬ এপ্রিল সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, বরিশাল, স্বল্প আয়ের প্রান্তিক মানুষের ঈদ আয়োজনের ক্ষুদ্রতম অংশীদার হতে ১৩০ জন মানুষের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ  করে।  প্রতি প্যাকেটে এক কেজি পোলাউ এর চাল, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, সেমাই, দুধ এবং এক কেজি পেঁয়াজ দেয়া হয়েছে।
সমাজসেবা জেলা কার্যালয়ের উপপরিচালক এ,কে,এম আখতারুজ্জামান তালুকদার, অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।  সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত)  মাইকেল রানা মালাকার, সাধারন সম্পাদক কাজী মিজানুর রহমান, বিতরণ উপকমিটির আহবায়ক রেজাউল ইসলাম খান, প্রফেসর মোঃ আব্দুল মোতালেব হাওলাদার, নাসির উদ্দিন তালুকদার, মীর সাব্বির হোসেন শামীম, মাহাবুব আলম শেলী,  গাজী নিলু, সুলতান মাহমুদ বাবুল, মোস্তাফিজুর রহমান, এ একে এম লুৎফুল করিম তরুন, এনামুল কবির পান্না, রেজাউল করিম বুলবুলসহ সংগঠনের অনেক সদস্য এই সময় উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT