4:08 pm , April 6, 2024
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলার দুমকীর লোহালিয়া নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমীর হোসেনের রাস্তার মাথা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম নামের একজন ভোর বেলা লাশটি দেখতে পেয়ে পরে প্রতিবেশীদের বলেন। স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২৫ বছর। তার পরনে কালো প্যান্ট, কালো গেঞ্জি এবং হাতে ঘড়ি ছিলো।
বাউফল সার্কেল সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।”