বরিশাল জেলা মটর সাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন বরিশাল জেলা মটর সাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন - ajkerparibartan.com
বরিশাল জেলা মটর সাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

4:05 pm , April 5, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা মটর সাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের (রেজি:নং ১৯০১) ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার নগরীর বান্দ রোডস্থ সংগঠনের প্রধান কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বের কমিটি বিলুপ্ত করে মো.খোরশেদ আলম কে আহবায়ক এবং মো. মোসলেহ উদ্দিন মানিক ও মো. রাতুল আহম্মেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সুভাষ চন্দ্র দাসকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মো: মনির হোসেন। এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. রুম্মান হাওলাদার, সজিব দেবনাথ, রুবেল ফকির, আব্দুর রহিম, শুভ হাওলাদার ও সোহেল হাওলাদার। এই কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কমিটি গঠন অনুষ্ঠান শেষে নব-গঠিত কমিটির আয়োজনে ইফতার মাহফিল হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মো. খলিলুর রহমান, সাবেক সহ-সভাপতি কামাল সিকদার সাবেক সাধারন সম্পাদক: বাবুল কাজী,সবেক সাংগঠনিক সম্পাদক টিপু ফকির, সাবেক কোষাধ্যক্ষ অমল রায়, সাবেক প্রচার সম্পাদক উত্তম দাস, সাবেক ক্রীড়া সম্পাদক প্রিয় লাল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল ষ্টিমারঘাট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আরাফাত সিকদার, জননী অটো হাউজের আলমগীর ফরিদ, তালুকদার অটো হাউজের জাহিদ তালুকদার, কালার রং হাউজের জামাল সিকদার, রিমা অটো হাউজের রেজাউল ইসলাম রাজ সহ প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT