ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংরক্ষিত ইউপি সদস্য কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংরক্ষিত ইউপি সদস্য কারাগারে - ajkerparibartan.com
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংরক্ষিত ইউপি সদস্য কারাগারে

4:16 pm , April 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবুগঞ্জের মাধবপাশ ইউনিয়নের সংরক্ষিত সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক তাকে জেলে পাঠানোর আদেশ দেন বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানিয়েছেন। কারাগারে যাওয়া ওই সংরক্ষিত ইউপি সদস্য হলেন ফাতেমা আক্তার লিপি। সে মাধবপাশা ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। মামলার বাদী হলেন মাধবপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বেগ। মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, সংরক্ষিত সদস্য ফাতেমা আক্তার লিপি ২০২৩ সালের ৯ জুলাই মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে নিজ নামের ফেইসবুক আইডি থেকে মানহানিকর ও কুরুচিপূর্ন ষ্ট্যাটাস দেয়। পর দিন একই আইডি থেকে আবারো কুরুচিপূর্ন ষ্ট্যাটাস দিয়ে ভিডিও প্রচার করে। এসব ষ্ট্যাটাস ও ভিডিও প্রচার বন্ধ রাখার অনুরোধ করলে প্রত্যাখ্যান করে।
বেঞ্চ সহকারী নাজমুল বলেন, এ ঘটনায় ইউপি সদস্য মোহাম্মদ আলী বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করে। বিচারক এয়ারপোর্ট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়। পুলিশী প্রতিবেদন পেয়ে বিবাদীকে সমন দেয়।
সমনের জবাব দেয়ার জন্য আজ (বৃহস্পতিবার) ট্রাইব্যুনালে হাজির হয়। সন্তোষজনক জবাব না পেয়ে বিচারক তাকে জেলে পাঠিয়েছেন বলে জানান বেঞ্চ সহকারী।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT