4:13 pm , April 4, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ শপথ নিলেন বরিশাল সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত (উপ নির্বাচনে বিজয়ী) কাউন্সিলর রাশিক হাওলাদার। গতকাল দুপুরে ঢাকায় সচিবালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল তিনি বরিশালে ফিরবেন। এরপর নিয়ম অনুসারে তিনি দায়িত্বভার গ্রহন করবেন বলে জানিয়েছেন রাসিক। দায়িত্ব গ্রহণের পর তিনি হবেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য। হলফনামা অনুযায়ী সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে সবথেকে কম বয়স এই প্রার্থীর।
গত ৯ মার্চ উপ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে লাটিম মার্কার প্রার্থী রাশিক হাওলাদার। তার নিকটতম প্রার্থী শামীম আহসান ঘুড়ি মার্কা নিয়ে ভোট পেয়েছিলেন ৪৬৫টি। গত বছর ১১ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে নগরীর ৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি নেতা সেলিম হাওলাদার। তবে ২৮ জুন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এর ১০ মাস পর ৯ মার্চ এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।