4:09 pm , April 4, 2024
খবর বিজ্ঞপ্তির ॥ আজ শুক্রবার সকালে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতিকর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। তিনি শনিবার পর্যন্ত বরিশাল জেলা সফর করবেন। পানিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) নূর আলম বৃহস্পতিবার সাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি সকাল ৭ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন এবং সকাল ৯ টা ৩৫ মিনিটের সময় বরিশাল সার্কিট হাউসে এসে উপস্থিত থাকবেন।
এরপর তিনি স্থানীয় ভাবে আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি শনিবার সকাল ১০ টায় বরিশাল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।