2:49 pm , April 3, 2024

আমতলী প্রতিবেদক ॥ আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে নিখোঁজের ৯ঘন্টা পর বুধবার সকালে খাল থেকে হোসনেয়ারা (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হোসেনেয়ারা ওই গ্রামের হারুন গাজীর স্ত্রী। তার এক ছেলে রয়েছে। বিয়ের পর সে বাবার বাড়ীতে থাকত। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হোসনেয়ারা বেগম মঙ্গলবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়। এর পর তার আর কোন খোঁজ পাওয়া জায়নি। বুধবার সকালে স্থানীয়রা টিয়াখালী গ্রামের কাটাখালী ভাড়ানীর খালে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই খালের সোবাহান গাজীর বাড়ির সানে থেকে সকাল ৮টার সময় তার লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারকারী আমতলী থানার এসআই মো. আশ্রাফ আলী জানান, নিহত হোসনেয়ারার শরীরে এবং গলার নীচে আঘাতের চিহ্ন রয়েছে।
হোসনেয়ার মা জাম্বিলা খাতুন অভিযোগ করে বলেন, আমার মেয়েকে করে কেউ হত্যা করে লাশ খালে ফেলে রেখেছে। আমি এঘটনার বিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত চলছে।