পিরোজপুর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার পিরোজপুর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার - ajkerparibartan.com
পিরোজপুর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

2:48 pm , April 3, 2024

পিরোজপুর প্রতিবেদক ॥ চাঁদার দাবীতে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের  সাবেক আহ্বায়ক খুরশিদ আলম রায়হান কে মারধরের অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক  কে গ্রেফতার করেছে গোয়েন্দা  পুলিশ।  মঙ্গলবার  রাতে  গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে  বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো : আশিকুজ্জামান। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা খুরশিদ আলম রায়হান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আহত ছাত্রলীগ নেতা খুরশিদ আলম রায়হান জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা এলাকার মো. রস্তুম আলীর ছেলে এবং পেশায় একজন ঠিকাদার।  আটক অনিরুজ্জামান অনিক   পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে। এ ঘটনায় আটক জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিককে প্রধান করে ১৩ জনকে নামীয় এবং আরো ১০-১২ জনকে অজ্ঞাত করে চাঁদাবাজী ও মারধরের অভিযোগ করে একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, এর আগে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক  খুরশিদ আলম রায়হানের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। ইতিমধ্যে তাকে ৩ কিস্তিতে বিভিন্ন সময়  ১০ লাখ টাকা দিয়েছেন। কিন্তু  ওই দিন সন্ধ্যায় মঠবাড়িয়া ছাত্রলীগের সাবেক  আহ্বায়ক খুরশিদ আলম রায়হান তার ব্যবসায়ী কাজ শেষে জেলা এলজিইডি অফিস থেকে বের হলে পূর্ব থেকে লোকজন নিয়ে ওৎ পেতে থাকা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক তার লোকজন নিয়ে তাকে ধরে ফেলে। এসময় তার সাথে থাকা পিস্তল দিয়ে মাথায় ও কানে আঘাত করে এবং সাথে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে যাওয়া সহ তাকে বেধম মারধর করে রাস্তায় ফেলে রাখে।
পিরোজপুর জেলা হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, ছাত্রলীগ নেতা  রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আশিকুজ্জামান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের  সাবেক আহবায়ক রায়হান আহমেদকে মারধর ও চাঁদা দাবীর অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে গ্রেপ্তার করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT