গৌরনদীর সরিকলে গভীর রাতে বোমা বিস্ফোরণ গৌরনদীর সরিকলে গভীর রাতে বোমা বিস্ফোরণ - ajkerparibartan.com
গৌরনদীর সরিকলে গভীর রাতে বোমা বিস্ফোরণ

2:47 pm , April 3, 2024

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আধুনা বেদগর্ভ গ্রামের কাওছার বালীর ছেলে পেশকার ইলিয়াস বালীর বাড়ী সংলগ্ন এলাকায়  গভীর রাতে একাধিক বোমার  বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।  এতে আতংকিত হয়ে পড়েছে গোটা গ্রামবাসি।
স্থানীয়রা জানান, ইলিয়াস বালীর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এরমধ্যে ১টি বোমা দোকানের সামনে বিস্ফোরিত হয়। বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণের শব্দে পরিবারের লোকজনসহ এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চন্নু বাবলী জানান, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল তখন হঠাৎ বোমার বিকট শব্দে সবার ঘুম ভাঙে। এসময় তারা বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান। ৯৯৯ জরুরী সেবায় ফোন করলে দ্রুত পুলিশ উপস্থিত হয়। এদিকে বোমা বিস্ফোরণে ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT