মেঘনা নদীতে মাছ শিকারের সময় ১৬ জেলে আটক মেঘনা নদীতে মাছ শিকারের সময় ১৬ জেলে আটক - ajkerparibartan.com
মেঘনা নদীতে মাছ শিকারের সময় ১৬ জেলে আটক

4:37 pm , April 2, 2024

হিজলা প্রতিবেদক ॥ মেঘনা নদীর অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের সময় ১৬ জন জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার হিজলা নৌ-পুলিশ তাদের আটক করে বলে ফাড়ির ইনচার্জ মো. তারিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন।
হিজলা নৌ-পুলিশের ইনচার্জ জানান, মেঘনা নদীর অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা না মেনে জানপুর ও খালিশপুর এলাকায় মাছ ধরতে ছিলো। তাদের টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ১৬ জেলেকে আটক করে। তাদের বিরুদ্ধে হিজলা থানায় মৎস্য আইনে নিয়মিতমামলা করা হয়েছে। পরে তাদের হিজলা থানায় সোপর্দ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT