বিয়ের প্রলোভনে অপহরন ও পতিতাবৃতির জন্য কিশোরী বিক্রি, গ্রেপ্তার ৩ বিয়ের প্রলোভনে অপহরন ও পতিতাবৃতির জন্য কিশোরী বিক্রি, গ্রেপ্তার ৩ - ajkerparibartan.com
বিয়ের প্রলোভনে অপহরন ও পতিতাবৃতির জন্য কিশোরী বিক্রি, গ্রেপ্তার ৩

4:32 pm , April 2, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ থেকে বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রী কিশোরীকে অপহরন ও পতিতাবৃতির উদ্দেশ্যে পাচারের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার বিকেলে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালীর দুমকি উপজেলার জলিশা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ইমন হোসেন (২০) ও তার দুই সহযোগী শরীয়তপুরের পালং থানাধীন চরপাতালীধী গ্রামের আনিচ আলীর মেয়ে তানিয়া (২৬) ও মাদারীপুর সদর থানাধীন পুরান বাজার এলাকার জাহাঙ্গীর বেপারীর মেয়ে জাহানারা বেগম (২৭)।
র‌্যাব-৮ এর ১ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ১১ মার্চ বাকেরগঞ্জ মহিলা মাদ্রাসায় যাওয়ার পথে নিঁখোজ ১৫ বছর বয়সী ছাত্রী হয়। এ ঘটনায় ১২ মার্চ ছাত্রীর বাবা বাকেরগঞ্জ  থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পুলিশ তদন্ত করে জানতে পারে ওই ছাত্রী পটুয়াখালী সদর থানায় এলাকায় রয়েছে। পরে পুলিশ র‌্যাবের কাছে একটি অধিযাচন পত্র পাঠায়। র‌্যাবের সদর কোম্পানী ও পটুয়াখালী ক্যাম্প ছায়া তদন্ত করে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থান শনাক্ত করে ছাত্রীকে উদ্ধার করে। পরে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী মানব পাচার চক্রের মূলহোতাসহ ইমন ও তার সহযোগী তানিয়া ও জাহানার বেগমকে গ্রেপ্তার করে।
গ্রেফতারের পর মো. ইমন হোসেন স্বীকার করেছে অপর সহযোগিদের প্রত্যক্ষ সহযোগিতায় ও  প্ররোচনায় ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে গত ১১ মার্চ বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা টিএন্ডটি রোড মহিলা দাখিল মাদ্রাসার সামনে থেকে জোরপূর্বক মানব পাচারের উদেশ্যে অপহরণ করে। পরে তানিয়া ও জাহানারা বেগমের কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে পতিতাবৃতির উদ্দেশ্যে বিক্রি করে দেয়। রমজান মাসে পতিতাবৃত্তি বন্ধ থাকায় ছাত্রীকে নানাভাবে পতিতাবৃতির জন্য চাপ ও প্ররোচনা দিয়ে আসছিলো গ্রেপ্তারকৃতরা।
র‌্যাব কর্মকর্তা জানান, এ ঘটনায় বাকেগঞ্জ থানার তদন্তকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ‘মানাব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলা দায়ের করেছেন। আসামিদেরকে বাকেরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT