3:48 pm , April 1, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ শপথ নিয়েছেন পটুয়াখালী ও আমতলী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। এর বাইরে উপ নির্বাচনে বিজয়ী পাথরঘাটা পৌরসভার এক কাউন্সিলরও শপথ নেন। সোমবার দুপুর ১২টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কনফারেন্স কক্ষে এ শপথ নেন তারা। বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী এ শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আমতলী ও পটুয়াখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র কাউন্সিলরবৃন্দ।