3:47 pm , April 1, 2024
হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় বেসরকারী ভিশন কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মালিকানা দ্বন্ধে রোগীরা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল প্রতিষ্ঠার কিছু দিন পর থেকে মালিকানা নিয়ে দ্বন্ধ চরম আকার ধারন করছে। দীর্ঘদিন তাদের এ দ্বন্ধে সাধারণ রোগীরা বিপাকে পড়েছেন। ২০২১ সালে উপজেলার খুন্না বাজার সংলগ্ন ভিশন কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার গড়ে তুলেন শাহে আলম রিয়াদ। তখন আর্থিক সংকটে স্থানীয় রফিক সরদার, জাহাঙ্গীর আলম, শাহান শাহ সামু চৌধুরীকে ব্যবসায় অংশীদার করেন। হাসপাতাল প্রতিষ্ঠার কিছুদিন না হতেই তাদের ব্যবসায় হিসাব নিকাশ নিয়ে ঝামেলার সৃষ্টি দেখা দেয়। এ নিয়ে একাধিক বার স্থানীয় সালিশ মীমাংশায়ও দ্বন্দ্ব নিরসর হয়নি। তখন উভয় পক্ষ আদালতের শরনাপন্ন হয়।
হাসপাতালে প্রতিষ্ঠাতা শাহ আলম রিয়াদ জানায়, সোমবার সকালে ভবনের সংস্কার কাজ শুরু করা হয়। তখন রফিক সরদার ৮/১০ জন বহিরাগত লোক নিয়ে শ্রমিক ও ভগ্নিপতির উপর হামলা করে।
পাল্টা অভিযোগ করে রফিক সরদার জানায়, হাসপাতালে ৫/৬ অন্ত.সত্ত্বা রোগী রয়েছে। এ অবস্থায় অংশীদারদের অনুপস্থিতিতে ওটি রুম ভাঙ্গার কাজ করছে। অংশীদারের এক কোটি ৩৫ লাখ টাকার বেশি আত্মসাতৎ করে শাহ আলম রিয়াদ হাসপাতাল বন্ধের পায়তারা করে আসছে। বর্তমানে রিয়াদ ঢাকার মিরপুরে ৯ নম্বর ও ১৩ নম্বরে দুইটি ফ্ল্যাটের মালিক।