হত্যা মামলায় আসামী একাধিক আওয়ামী লীগ নেতা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হত্যা মামলায় আসামী একাধিক আওয়ামী লীগ নেতা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
হত্যা মামলায় আসামী একাধিক আওয়ামী লীগ নেতা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

4:21 pm , March 31, 2024

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জামাল মাঝি হত্যা মামলা ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। রোববার বেলা ১২ টায় মেহেন্দিগঞ্জ সদরের পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান।
উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদ, সহ-সভাপতি ও আলহাজ্ব মুকিম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সৈয়দ মনির সহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, হিজলার ধুলখোলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝি হত্যা মামলায় ষড়যন্ত্র করে দলীয় নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এরমধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা, আব্দুল হালিম মিলন চৌধুরী, আমিরুল ইসলাম বেলাল মোল্লা এবং হিজলা উপজেলার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন ঢালী (ইউপি চেয়ারম্যান)সহ অনেকেই রয়েছেন। নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা ষড়যন্ত্রমূলক। তাই ষড়যন্ত্রমূলক এই মামলা প্রত্যাহারের দাবি জানাই। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
উল্লেখ্য বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের অনুসারী জামাল মাঝির রক্তাক্ত মরদেহ গত ১৬ মার্চ হিজলার পালপাড়া গ্রামের মেঘনা নদী তীরবর্তী একটি সয়াবিন ক্ষেত থেকে উদ্ধার করা হয়।  পরবর্তীতে ১৯ মার্চ এ ঘটনায় নিহতের স্ত্রী আখিনুর বেগম বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা করেন।  মামলার বেশিরভাগ আসামী সংরক্ষিত আসনের এমপি ড. শাম্মী আহমেদের অনুসারী বলে দাবি করা হচ্ছে।
জামাল মাঝি ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT