হিজলায় বৈধ জালসহ ৮ মণ জাটকা জব্দ হিজলায় বৈধ জালসহ ৮ মণ জাটকা জব্দ - ajkerparibartan.com
হিজলায় বৈধ জালসহ ৮ মণ জাটকা জব্দ

4:19 pm , March 31, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আড়িয়াল খাঁ ও নয়া ভাঙ্গানী নদীতে যৌথ অভিযান চালিয়েছে মৎস অধিদপ্তর, কোষ্টগার্ড ও নৌ পুলিশ। অভিযানে দুইটি বেহুন্দি জাল সহ নদী পাড়ের ট্রলার থেকে ৮মণ জাটকা জব্দ করা হয়েছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের হিজলার কন্টিজেন্ট কমান্ডার পেটি অফিসার মো. জহিরুল ইসলাম ও কালিগঞ্জের মো. কাউসার আহমেদ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT