জেলা প্রশাসকের অনুদান পেয়েছে ড্রিম লাইফ জেলা প্রশাসকের অনুদান পেয়েছে ড্রিম লাইফ - ajkerparibartan.com
জেলা প্রশাসকের অনুদান পেয়েছে ড্রিম লাইফ

4:18 pm , March 31, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ উন্নয়ন মূলক কাজের স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসকের কাছ থেকে পুরস্কারের চেক পেয়েছে ড্রিম লাইফ মাদকাসক্তি ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র। রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে কেন্দ্রটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুল হাসান বাপ্পির হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহম্মেদ, কেন্দ্রটির পরিচালক মো. আব্দুল বারী, এ্যাডমিন মো. মাইদুল হাসান এবং প্রোগ্রাম অফিসার মো. মনির। মাদক মুক্ত সমাজ গঠনে বিশেষ অবদানের কারনে সরকার কর্তৃক এই অনুদান পেয়েছে বরিশালের একমাত্র ড্রিম লাইফ মাদকাসক্তি ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র। অনুদানের চেক পেয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্রটির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিচালক নাজমুল হাসান বাপ্পি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT